পরিচ্ছেদঃ ২৭/৪৯. চিঠিতে মাটি লাগানো
১/৩৭৭৪। জাবির (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তোমাদের লেখার উপর ধুলা মাটি ছড়িয়ে দাও। সেগুলোর জন্য তা অধিক সফলতার কারণ। কেননা মাটি বরকতপূর্ণ।
তিরমিযী ২৭১৩, যইফাহ ১৭৩৯, যইফ আল-জামি' ২৪২১। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী আবু আহমাদ আদ-দিমাশকী সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তিনি সিকাহ রাবী থেকে মুনকার সুত্রে হাদিস বর্ণনা করেছেন। আহমাদ বিন হাম্বল বলেন, তার মাঝে জাহালাত রয়েছে। ইবনু হাজার আল-আসকালানী ও ইমাম যাহাবী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭১৯৪, ৩৩/১৩ নং পৃষ্ঠা)
بَاب تَتْرِيبِ الْكِتَابِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا بَقِيَّةُ، أَنْبَأَنَا أَبُو أَحْمَدَ الدِّمَشْقِيُّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " تَرِّبُوا صُحُفَكُمْ أَنْجَحُ لَهَا إِنَّ التُّرَابَ مُبَارَكٌ " .
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا يزيد بن هارون، انبانا بقية، انبانا ابو احمد الدمشقي، عن ابي الزبير، عن جابر، ان رسول الله ـ صلى الله عليه وسلم ـ قال " تربوا صحفكم انجح لها ان التراب مبارك " .
It was narrated from Jabir that the Messenger of Allah(ﷺ) said:
"Put dust on your writings, because it is better, and dust is blessed (being humble in correspondence brings good results)."
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
সুনান ইবনু মাজাহ
২৭/ শিষ্টাচার (كتاب الأدب) 27/ Etiquette