পরিচ্ছেদঃ ২৬/৪৬. লাল জিনপোষ ব্যবহার
১/৩৬৫৪। আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার আংটি এবং লাল রঙের জিনপোষ ব্যবহার করতে নিষেধ করেছেন।
মুসলিম ৩৮৭৪, ৩৮৭৬, তিরমিযী ২৬৪, ১৭৩৭, ২৮০৮, নাসায়ী ১০৪০, ১০৪১, ১০৪২, ১০৪৩, ১০৪৪, ১১১৮, ৫১৬৫, ৫১৬৬, ৫১৬৭, ৫১৬৮, ৫১৬৯, ৫১৭০, ৫১৭১, ৫১৭২, ৫১৭৩, ৫১৭৪, ৫১৭৫, ৫১৭৬, ৫১৭৭, ৫১৭৮, ৫১৭৯, ৫১৮০, ৫১৮৩, ৫১৮৪, ৫১৮৫, ৫২৬৭, ৫২৬৮, ৫২৭০, ৫২৭১, ৫২৭২, ৫৩১৮, আবূ দাউদ ৪০৪৪, আহমাদ ৬১২, ৭১২, ৭২৪, ৮১৮, ৮৩১, ৯২৬, ৯৪২, ৯৬৬, ৯৮৪, ১০৪৬, ১০৫২, ১১০১, ১১১৬, ১১৫৮, ১১৬৬, ১২৪৮, মুয়াত্তা মালেক ১৭৭। তাহকীক আলবানীঃ সহীহ।
بَاب الْمَيَاثِرِ الْحُمْرِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ هُبَيْرَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ خَاتَمِ الذَّهَبِ وَعَنِ الْمِيثَرَةِ يَعْنِي الْحَمْرَاءَ .
حدثنا ابو بكر، حدثنا ابو الاحوص، عن ابي اسحاق، عن هبيرة، عن علي، قال نهى رسول الله ـ صلى الله عليه وسلم ـ عن خاتم الذهب وعن الميثرة يعني الحمراء .
It was narrated that ‘Ali said:
“The Messenger of Allah (ﷺ) forbade rings of gold and Al-Mitharah,”* meaning the red ones.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান ইবনু মাজাহ
২৬/ পোশাক-পরিচ্ছদ (كتاب اللباس) 26/ Chapters on Dress