পরিচ্ছেদঃ ১/১১০. বীর্যপাতে গোসল অপরিহার্য হয়।
২/৬০৭। আবূ আইউব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বীর্যপাত হলে গোসল ওয়াজিব হয়।
তাখরীজ কুতুবুত সিত্তাহ: মুসলিম ৩৪৯-৫০, তিরমিযী ১০৮, আহমাদ ২৩৬৮৬, ২৪১৩৪, ২৪২৯৬, ২৪৩৯৩, ২৪৫১৬, ২৪৭৫৩, ২৫৩৭৪, ২৫৪৯৪, ২৫৭৫৭, মুওয়াত্ত্বা মালিক ১০৪-৬।
তাহক্বীক্ব আলবানী: সহীহ।
তাহক্বীক্ব আলবানী: সহীহ।
بَاب الْمَاءُ مِنْ الْمَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ السَّائِبِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سُعَادٍ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " الْمَاءُ مِنَ الْمَاءِ " .
حدثنا محمد بن الصباح، حدثنا سفيان بن عيينة، عن عمرو بن دينار، عن ابن الساىب، عن عبد الرحمن بن سعاد، عن ابي ايوب، قال قال رسول الله ـ صلى الله عليه وسلم ـ " الماء من الماء " .
It was narrated that Abu Ayyub said:
"The Messenger of Allah said: 'Water (of bath) is for water (of seminal discharge).'"
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ আইয়ুব আনসারী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান ইবনু মাজাহ
১/ পবিত্রতা ও তার সুন্নাতসমূহ (كتاب الطهارة وسننها) 2/ The Book of Purification and its Sunnah