পরিচ্ছেদঃ সূর্যগ্রহণের নামাযে উঁচু আওয়াজে কিরাআত পাঠ করা

৫৬১) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূর্যগ্রহণের নামাযে উঁচু আওয়াজে কিরাআত পাঠ করেছেন। কিরাআত পাঠ শেষে আল্লাহু আকবার বলে রুকূতে গমণ করলেন। রুকূ হতে মাথা উঠিয়ে বললেনঃ ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ রাব্বানা ওয়া লাকাল হাম্দ। অতঃপর তিনি সূর্যগ্রহণের নামাযে দ্বিতীয়বার কিরাআত পাঠ করা শুরু করলেন এবং চারটি রুকূ এবং চারটি সিজদার মাধ্যমে দু’রাকআত নামায পূর্ণ করলেন।

باب الْجَهْرِ بِالْقِرَاءَةِ فِي الْكُسُوفِ

৫৬১ـ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّه عَنْهَا قَالَتْ: جَهَرَ النَّبِيُّ فِي صَلاةِ الْخُسُوفِ بِقِرَاءَتِهِ، فَإِذَا فَرَغَ مِنْ قِرَاءَتِهِ كَبَّرَ فَرَكَعَ، وَإِذَا رَفَعَ مِنَ الرَّكْعَةِ قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ. ثُمَّ يُعَاوِدُ الْقِرَاءَةَ فِي صَلاةِ الْكُسُوفِ أَرْبَعَ رَكَعَاتٍ فِي رَكْعَتَيْنِ وَأَرْبَعَ سَجَدَاتٍ. (بخارى: ১০৬৫)

৫৬১ـ عن عاىشة رضي الله عنها قالت: جهر النبي في صلاة الخسوف بقراءته، فاذا فرغ من قراءته كبر فركع، واذا رفع من الركعة قال سمع الله لمن حمده ربنا ولك الحمد. ثم يعاود القراءة في صلاة الكسوف اربع ركعات في ركعتين واربع سجدات. (بخارى: ১০৬৫)

To recite aloud in the eclipse Salat


Narrated `Aisha:

The Prophet (p.b.u.h) recited (the Qur'an) aloud during the eclipse prayer and when he had finished the eclipse prayer he said the Takbir and bowed. When he stood straight from bowing he would say "Sami 'allahu liman hamidah Rabbana wa laka l-hamd." And he would again start reciting. In the eclipse prayer there are four bowing and four prostrations in two rak`at.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১৬. কিতাবুল কুসুফ (সূর্যগ্রহণের বর্ণনা) (كتاب الكسوف) As-Salat (the prayer) during a solar eclipse