পরিচ্ছেদঃ মিনাতে অবস্থানের দিনগুলোতে এবং আরাফার ময়দানে যাওয়ার সময় তাকবীর পাঠ করা

৫২৭) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, তাঁকে তালবীয়া পাঠ করা সম্পর্কে জিজ্ঞেস করা হল যে আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কিভাবে তা পাঠ করতেন? উত্তরে তিনি বললেনঃ তালবীয়া পাঠকারী (তার ইচ্ছা মোতাবেক) তা পাঠ করত, তাকে বাঁধা দেয়া হতনা। এমনি তাকবীর পাঠকারী তাকবীর পাঠ করত, তাকেও বাঁধা দেয়া হত না।

باب التَّكْبِيرِ أَيَّامَ مِنًى وَإِذَا غَدَا إِلَى عَرَفَةَ

৫২৭ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ : أَنَّهُ سُئِلَ عَنِ التَّلْبِيَةِ: كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ مَعَ النَّبِيِّ ؟ قَالَ: كَانَ يُلَبِّي الْمُلَبِّي لا يُنْكَرُ عَلَيْهِ، وَيُكَبِّرُ الْمُكَبِّرُ فَلا يُنْكَرُ عَلَيْهِ. (بخارى:৯৭০)

৫২৭ عن انس بن مالك انه سىل عن التلبية كيف كنتم تصنعون مع النبي قال كان يلبي الملبي لا ينكر عليه ويكبر المكبر فلا ينكر عليه بخارى৯৭০

To say Takbir on the days of Mina and while proceeding to Arafat


Narrated Anas bin Malik:

He was asked, "How did he use to say Talbiya in the company of the Prophet?" He said: "People used to say Talbiya and their saying was not objected to and they used to say Takbir and that was not objected to either. "


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১৩. কিতাবুল ঈদাইন (দুই ঈদের নামায) (كتاب العيدين) The Two Festivals (Eids)