পরিচ্ছেদঃ সাতটি অঙ্গের উপর সিজদা করা

৪৫৭) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে এক বর্ণনায় আছে, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ আমাকে সাতটি অঙ্গের উপর সিজদা করার আদেশ দেয়া হয়েছে। (১) কপালের উপর। তিনি নাকের দিকেও ইঙ্গিত করে দেখালেন। (২) দুই হাত (৩) দুই হাঁটু (৪) দু’পায়ের আঙ্গুলের অগ্রভাগ। আমাদেরকে আরো আদেশ দেয়া হয়েছে, আমরা যেন নামাযে কাপড় কিংবা মাথার চুল আটকিয়ে বা ভাজ করে না রাখি।

باب السُّجُودِ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ

৪৫৭ـ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِي اللَّه عَنْهُمَا في رواية قَالَ: قَالَ النَّبِيُّ : ্রأُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ: عَلَى الْجَبْهَةِ وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ وَالْيَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ، وَأَطْرَافِ الْقَدَمَيْنِ، وَلا نَكْفِتَ الثِّيَابَ وَالشَّعَرَ

৪৫৭ـ عن ابن عباس رضي الله عنهما في رواية قال: قال النبي : ্রامرت ان اسجد على سبعة اعظم: على الجبهة واشار بيده على انفه واليدين، والركبتين، واطراف القدمين، ولا نكفت الثياب والشعر

To prostrate on seven bones


Narrated Ibn `Abbas:

The Prophet (ﷺ) was ordered (by Allah) to prostrate on seven parts and not to tuck up the clothes or hair (while praying). Those parts are: the forehead (along with the tip of nose), both hands, both knees, and (toes of) both feet.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)