পরিচ্ছেদঃ রুকূতে পূর্ণভাবে তাকবীর বলা

৪৪৫) ইমরান বিন হুসাইন (রাঃ) হতে বর্ণিত, তিনি একদা বসরা নগরীতে আলী বিন আবু তালেব (রাঃ)এর সাথে নামায আদায় করেছেন। নামায শেষে ইমরান বলতে লাগলেনঃ এই লোকটি আমাদেরকে ঐ ভাবে নামায আদায় করার কথা স্মরণ করিয়ে দিলেন যেভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আদায় করতাম। ইমরান বিন হুসাইন আরো উল্লেখ করলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রুকূতে যেতেন তখন তাকবীর বলতেন এবং যখন রুকূ হতে মাথা উঠাতেন তখনও তাকবীর বলতেন।

باب إِتْمَامِ التَّكْبِيرِ فِي الرُّكُوعِ

৪৪৫ـ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ : أَنَّهُ صَلَّى مَعَ عَلِيٍّ بِالْبَصْرَةِ فَقَالَ: ذَكَّرَنَا هَذَا الرَّجُلُ صَلاةً كُنَّا نُصَلِّيهَا مَعَ رَسُولِ اللَّهِ فَذَكَرَ أَنَّهُ كَانَ يُكَبِّرُ كُلَّمَا رَفَعَ وَكُلَّمَا وَضَعَ. (بخارى:৭৮৪)

৪৪৫ عن عمران بن حصين انه صلى مع علي بالبصرة فقال ذكرنا هذا الرجل صلاة كنا نصليها مع رسول الله فذكر انه كان يكبر كلما رفع وكلما وضع بخارى৭৮৪

Itmam At-Takbir (i.e., to end the number of Takbir or to say the Takbir perfectly) on bowing. [See Fath Al-Bari]


Narrated `Imran bin Husain:

I offered the prayer with `Ali in Basra and he made us remember the prayer which we used to pray with Allah's Messenger (ﷺ).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)