পরিচ্ছেদঃ ইমামের উচ্চস্বরে আমীন বলা
আলোকিত প্রকাশনী নাম্বারঃ ৪৪২, আন্তর্জাতিক নাম্বারঃ ৭৮০
৪৪২) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ ইমাম যখন আমীন বলবে, তখন তোমরাও আমীন বলবে। কেননা যার আমীন বলা ফেরেশ্তাদের আমীন বলার সাথে মিলে যাবে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।
باب جَهْرِ الإِمَامِ بِالتَّأْمِينِ
৪৪২ـ عَنْ أَبِي هُرَيْرَةَ : أَنَّ النَّبِيَّ قَالَ إِذَا أَمَّنَ الإِمَامُ فَأَمِّنُوا، فَإِنَّهُ مَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ الْمَلائِكَةِ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
৪৪২ـ عن ابي هريرة : ان النبي قال اذا امن الامام فامنوا، فانه من وافق تامينه تامين الملاىكة، غفر له ما تقدم من ذنبه
Saying of Amin aloud by the Imam
Narrated Abu Huraira:
The Prophet (ﷺ) said, "Say Amin" when the Imam says it and if the Amin of any one of you coincides with that of the angels then all his past sins will be forgiven."
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)