পরিচ্ছেদঃ যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামায এবং নামাযের সুন্নাতী তরীকা শিক্ষা দেয়ার জন্য নামায পড়ে দেখায়

৪০০) মালেক বিন হুয়াইরিছ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি তোমাদেরকে নিয়ে নামায পড়বো। কিন্তু আমি নামায আদায়ের নিয়ত করছিনা। শুধু এতটুকু দেখাতে চাই যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কিভাবে নামায পড়তে দেখেছি।

باب مَنْ صَلَّى بِالنَّاسِ وَهْوَ لاَ يُرِيدُ إِلاَّ أَنْ يُعَلِّمَهُمْ صَلاَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَسُنَّتَهُ

৪০০ـ عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ قَالَ: إِنِّي لأُصَلِّي بِكُمْ وَمَا أُرِيدُ الصَّلاةَ، أُصَلِّي كَيْفَ رَأَيْتُ النَّبِيَّ يُصَلِّي

৪০০ عن مالك بن الحويرث قال اني لاصلي بكم وما اريد الصلاة اصلي كيف رايت النبي يصلي

Offering Salat (prayer) in front of the people with the sole intention of teaching them the Salat of the Prophet (pbuh) and his Sunnah (legal ways etc.)


Malik bin Huwairith:

He said, 'I pray in front of you and my aim is not to lead the prayer but to show you the way in which the Prophet (ﷺ) used to pray.'


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)