পরিচ্ছেদঃ সূর্য পূর্ণরূপে অস্ত যাওয়ার পূর্বে নামায পড়ার ইচ্ছা করবেনা

৩৫৬) মুআবীয়া (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ তোমরা বর্তমানে এমন দু’রাকাত নামায পড়ছ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে থেকেও আমরা তাকে এ নামায পড়তে দেখিনি; বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দু’রাকআত নামায পড়তে নিষেধ করেছেন। তা হল আসরের নামাযের পর দু’রাকআত সুন্নাত বা নফল নামায।

باب لاَ يَتَحَرَّى الصَّلاَةَ قَبْلَ غُرُوبِ الشَّمْسِ

৩৫৬ـ عَنْ مُعَاوِيَةَ قَالَ: إِنَّكُمْ لَتُصَلُّونَ صَلاةً، لَقَدْ صَحِبْنَا رَسُولَ اللَّهِ ، فَمَا رَأَيْنَاهُ يُصَلِّيهَا، وَلَقَدْ نَهَى عَنْهُمَا. (يَعْنِي: الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ) (بخارى:৫৮৭)

৩৫৬ عن معاوية قال انكم لتصلون صلاة لقد صحبنا رسول الله فما رايناه يصليها ولقد نهى عنهما يعني الركعتين بعد العصر بخارى৫৮৭

One should not try to offer As-Salat (the prayers) just before sunset


Narrated Muawiya:

You offer a prayer which I did not see being offered by Allah's Messenger (ﷺ) when we were in his company and he certainly had forbidden it (i.e. two rak`at after the `Asr prayer).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৯. নামাযের সময় (كتاب مواقيت الصلاة) Times of the Prayers