পরিচ্ছেদঃ ফজরের নামাযের সময়

৩৫০) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা যায়েদ বিন ছাবেত (রাঃ) তাঁকে বলেছেন যে, তাঁরা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সেহরী খেয়েছেন। তারপর নামাযে দাঁড়িয়েছেন। আনাস বলেনঃ আমি তাঁকে জিজ্ঞেস করলামঃ সেহরী খাওয়া এবং নামাযে দাঁড়ানোর মধ্যে কতটুকু সময়ের ব্যবধান ছিল? উত্তরে তিনি বললেনঃ পঞ্চাশ থেকে ষাট আয়াত পাঠ করতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের ব্যবধান ছিল।

باب وَقْتِ الْفَجْرِ

৩৫০ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ : أَنَّ زَيْدَ بْنَ ثابِتٍ حَدَّثهُ: أَنَّهُمْ تَسَحَّرُوا مَعَ النَّبِيِّ ، ثمَّ قَامُوا إِلَى الصَّلاةِ، قُلْتُ: كَمْ بَيْنَهُمَا؟ قَالَ: قَدْرُ خَمْسِينَ أَوْ سِتِّينَ، يَعْنِي آيَةً. (بخارى:৫৭৫)

৩৫০ عن انس بن مالك ان زيد بن ثابت حدثه انهم تسحروا مع النبي ثم قاموا الى الصلاة قلت كم بينهما قال قدر خمسين او ستين يعني اية بخارى৫৭৫

Time of the Fajr (early morning) prayer


Narrated Anas:

Zaid bin Thabit said, "We took the "Suhur" (the meal taken before dawn while fasting is observed) with the Prophet (ﷺ) and then stood up for the (morning) prayer." I asked him how long the interval between the two (Suhur and prayer) was. He replied, 'The interval between the two was just sufficient to recite fifty to Sixth 'Ayat."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৯. নামাযের সময় (كتاب مواقيت الصلاة) Times of the Prayers

পরিচ্ছেদঃ ফজরের নামাযের সময়

৩৫১) সাহ্ল বিন সা’দ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি আমার পরিবারের সাথে সাহুর খেতাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ফজরের নামাযে শামিল হওয়ার জন্য তাড়াতাড়ি বের হয়ে যেতাম।

টিকাঃ হাদীছ থেকে জানা গেল যে, অন্ধকার থাকতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামায পড়তেন। আরো জানা গেল যে দেরী করে সাহুর খাওয়া সুন্নাত।

باب وَقْتِ الْفَجْرِ

৩৫১ـ عَنْ سَهْلَ بْنَ سَعْدٍ قَالَ: كُنْتُ أَتَسَحَّرُ فِي أَهْلِي ثمَّ يَكُونُ سُرْعَةٌ بِي أَنْ أُدْرِكَ صَلاةَ الْفَجْرِ مَعَ رَسُولِ اللَّهِ . (بخارى:৫৭৭)

৩৫১ عن سهل بن سعد قال كنت اتسحر في اهلي ثم يكون سرعة بي ان ادرك صلاة الفجر مع رسول الله بخارى৫৭৭

Time of the Fajr (early morning) prayer


Narrated Sahl bin Sa`d:

I used to take the "Suhur" meal with my family and hasten so as to catch the Fajr (morning prayer) with Allah's Messenger (ﷺ).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ সাহল বিন সা'দ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৯. নামাযের সময় (كتاب مواقيت الصلاة) Times of the Prayers
দেখানো হচ্ছেঃ থেকে ২ পর্যন্ত, সর্বমোট ২ টি রেকর্ডের মধ্য থেকে