পরিচ্ছেদঃ নামায অবস্থায় শিশু মেয়েকে ঘাড়ে বহন করলে

৩১৯) আবু কাতাদা আনসারী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কন্যা যায়নাবের মেয়ে উমামা বিনতে যায়নাবকে কাঁধে নিয়ে নামায পড়তেন। উমামার পিতা ছিল আবুল আস বিন রাবীআ বিন আবদে শাম্স। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সিজদায় যেতেন তখন উমামাকে কাঁধ থেকে নামিয়ে রাখতেন। আবার যখন দাঁড়াতেন তখন তাকে কাঁধে উঠিয়ে নিতেন।

باب إِذَا حَمَلَ جَارِيَةً صَغِيرَةً عَلَى عُنُقِهِ فِي الصَّلاَةِ

৩১৯ـ عَنْ أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ : أَنَّ رَسُولَ اللَّهِ كَانَ يُصَلِّي وَهُوَ حَامِلٌ أُمَامَةَ بِنْتَ زَيْنَبَ بِنْتِ رَسُولِ اللَّهِ وَلأَبِي الْعَاصِ بْنِ رَبِيعَةَ بْنِ عَبْد شَمْسٍ فَإِذَا سَجَدَ وَضَعَهَا وَإِذَا قَامَ حَمَلَهَا

৩১৯ عن ابي قتادة الانصاري ان رسول الله كان يصلي وهو حامل امامة بنت زينب بنت رسول الله ولابي العاص بن ربيعة بن عبد شمس فاذا سجد وضعها واذا قام حملها

If a small girl is carried on one's neck during the Salat (prayer)


Narrated Abu Qatada Al-Ansari:

Allah's Messenger (ﷺ) was praying and he was carrying Umama the daughters of Zainab, the daughter of Allah's Messenger (ﷺ) and she was the daughter of 'As bin Rabi`a bin `Abd Shams. When he prostrated, he put her down and when he stood, he carried her (on his neck).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৮. কিতাবুস্ সালাত (كتاب الصلاة) Prayers (Salat)