পরিচ্ছেদঃ মসজিদে চিৎ হয়ে শয়ন করা

২৯৪) আব্দুল্লাহ ইবনে যায়েদ আনসারী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, একদা তিনি মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চিৎ হয়ে এক পায়ের উপর অন্য পা রেখে শুয়ে থাকতে দেখেছেন।

باب الاِسْتِلْقَاءِ فِي الْمَسْجِدِ وَمَدِّ الرِّجْلِ

২৯৪ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيْدَ : أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ مُسْتَلْقِيًا فِي الْمَسْجِدِ، وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى.

২৯৪ عن عبد الله بن يزيد انه راى رسول الله مستلقيا في المسجد واضعا احدى رجليه على الاخرى

To lie flat (on the back) in the mosque


Narrated `Abbad bin Tamim:

that his uncle said, "I saw Allah's Messenger (ﷺ) lying flat (on his back) in the mosque with one leg on the other."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৮. কিতাবুস্ সালাত (كتاب الصلاة) Prayers (Salat)