পরিচ্ছেদঃ মসজিদের জানালা রাখা এবং ভিতর দিয়ে রাস্তারও ব্যবস্থা করা

২৯০) আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা দেয়ার সময় বললেনঃ নিশ্চয়ই আল্লাহ তাআলা তাঁর এক বান্দাকে দুনিয়া এবং তাঁর কাছে (আখেরাতে) যা আছে এ দু’টির মধ্য হতে যে কোন একটিকে নির্বাচন করার অধিকার দিয়েছেন। সে আল্লাহর কাছে যা আছে সেটি গ্রহণ করেছে। এ কথা শুনে আবু বকর (রাঃ) ক্রন্দন শুরু করলেন। আবু সাঈদ খুদরী (রাঃ) বলেনঃ আমি মনে মনে বলতে লাগলামঃ এই বৃদ্ধ লোকটি কিসের কারণে কাঁদছে? আল্লাহ তাঁর কোন বান্দাকে দুনিয়ায় থাকা বা আখেরাত গ্রহণ করার অধিকার দিয়েছেন আর সেই বান্দা আখেরাত গ্রহণ করেছে। (এতে ক্রন্দনের কি আছে?) পরবর্তীতে বুঝা গেল সেই বান্দাটি ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ। আবু বকর (রাঃ) ছিলেন আমাদের মধ্যে সর্বাপেক্ষা জ্ঞানী। অতঃপর তিনি বললেনঃ হে আবু বকর! ক্রন্দন করোনা। যে সমস্ত মানুষ আমাকে সাহচর্য এবং ধন-সম্পদ দিয়ে অনুগ্রহ করেছে তাদের মধ্যে আবু বকরের অনুগ্রহ সবচেয়ে বেশী। আমার উম্মাতের কাউকে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকেই গ্রহণ করতাম। তবে ইসলামের ভ্রাতৃত্ব এ সৌহার্দই যথেষ্ট। আজ থেকে আবু বকরের দরজা ব্যতীত মসজিদের সকল দরজা বন্ধ করে দেয়া হোক।

টিকাঃ এ হাদীছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে আবু বকর সিদ্দীক (রাঃ)এর খেলাফতের ইঙ্গিত পাওয়া যায় এবং সকল সাহাবীর উপর আবু বকর (রাঃ)এর মর্যাদাও প্রমাণিত হয়।

باب الْخَوْخَةِ وَالْمَمَرِّ فِي الْمَسْجِدِ

২৯০ـ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: خَطَبَ النَّبِيُّ فَقَالَ إِنَّ اللَّهَ خَيَّرَ عَبْدًا بَيْنَ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ فَاخْتَارَ مَا عِنْدَ اللَّهِ. فَبَكَى أَبُو بَكْرٍ الصِّدِّيقُ . فَقُلْتُ فِي نَفْسِي: مَا يُبْكِي هَذَا الشَّيْخَ؟ إِنْ يَكُنِ اللَّهُ خَيَّرَ عَبْدًا بَيْنَ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ، فَاخْتَارَ مَا عِنْدَ اللَّهِ، فَكَانَ رَسُولُ اللَّهِ هُوَ الْعَبْدَ، وَكَانَ أَبُو بَكْرٍ أَعْلَمَنَا، قَالَ يَا أَبَا بَكْرٍ لا تَبْكِ، إِنَّ أَمَنَّ النَّاسِ عَلَيَّ فِي صُحْبَتِهِ وَمَالِهِ أَبُو بَكْرٍ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلا مِنْ أُمَّتِي لاتَّخَذْتُ أَبَا بَكْرٍ، وَلَكِنْ أُخُوَّةُ الإسْلامِ وَمَوَدَّتُهُ، لا يَبْقَيَنَّ فِي الْمَسْجِدِ بَابٌ إِلا سُدَّ، إِلا بَابُ أَبِي بَكْرٍ. (بخارى:৪৬৬)

২৯০ عن ابي سعيد الخدري قال خطب النبي فقال ان الله خير عبدا بين الدنيا وبين ما عنده فاختار ما عند الله فبكى ابو بكر الصديق فقلت في نفسي ما يبكي هذا الشيخ ان يكن الله خير عبدا بين الدنيا وبين ما عنده فاختار ما عند الله فكان رسول الله هو العبد وكان ابو بكر اعلمنا قال يا ابا بكر لا تبك ان امن الناس علي في صحبته وماله ابو بكر ولو كنت متخذا خليلا من امتي لاتخذت ابا بكر ولكن اخوة الاسلام ومودته لا يبقين في المسجد باب الا سد الا باب ابي بكر بخارى৪৬৬

Al-Khaukhah (a small door) and a path in the mosque


Narrated Abu Sa`id Al-Khudri:

The Prophet (ﷺ) delivered a sermon and said, "Allah gave a choice to one of (His) slaves either to choose this world or what is with Him in the Hereafter. He chose the latter." Abu Bakr wept. I said to myself, "Why is this Sheikh weeping, if Allah gave choice to one (of His) slaves either to choose this world or what is with Him in the Here after and he chose the latter?" And that slave was Allah's Messenger (ﷺ) himself. Abu Bakr knew more than us. The Prophet (ﷺ) said, "O Abu Bakr! Don't weep. The Prophet (ﷺ) added: Abu- Bakr has favored me much with his property and company. If I were to take a Khalil from mankind I would certainly have taken Abu Bakr but the Islamic brotherhood and friendship is sufficient. Close all the gates in the mosque except that of Abu Bakr.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৮. কিতাবুস্ সালাত (كتاب الصلاة) Prayers (Salat)

পরিচ্ছেদঃ মসজিদের জানালা রাখা এবং ভিতর দিয়ে রাস্তারও ব্যবস্থা করা

২৯১) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ যে অসুস্থতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যু বরণ করলেন, সে অসুস্থতায় একদিন তিনি মাথায় এক টুকরা কাপড় বেঁধে মসজিদে আগমণ করলেন। মিম্বারে বসে মহান আল্লাহর প্রশংসা করলেন এবং তাঁর গুণাগুণ বর্ণনা করলেন। অতঃপর বললেনঃ মানুষের মধ্যে এমন কেউ নেই যিনি জানমাল দিয়ে আবু কুহাফার পুত্র আবু বকরের চেয়ে আমার প্রতি অধিক অনুগ্রহ করেছে। আমার উম্মাতের কাউকে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকেই গ্রহণ করতাম। তবে ইসলামের বন্ধুত্বই উত্তম। আবু বকরের দরজা ব্যতীত এই মসজিদের সকল দরজা আজ থেকে বন্ধ করে দাও।

باب الْخَوْخَةِ وَالْمَمَرِّ فِي الْمَسْجِدِ

২৯১ـ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ الله عَنْهُمَا قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ، عَاصِباً رَأْسَهُ بِخِرْقَةٍ، فَقَعَدَ عَلَى الْمِنْبَرِ، فَحَمِدَ اللَّهَ وَأَثنَى عَلَيْهِ، ثمَّ قَالَ إِنَّهُ لَيْسَ مِنَ النَّاسِ أَحَدٌ أَمَنَّ عَلَيَّ فِي نَفْسِهِ وَمَالِهِ مِنْ أَبِي بكْرِ بْنِ أَبِي قُحَافَةَ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا مِنَ النَّاسِ خَلِيلا لاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلاً، وَلَكِنْ خُلَّةُ الإِسْلامِ أَفْضَلُ، سُدُّوا عَنِّي كُلَّ خَوْخَةٍ فِي هَذَا الْمَسْجِدِ غَيْرَ خَوْخَةِ أَبِي بَكْرٍ. (بخارى:৪৬৭)

২৯১ عن ابن عباس رضي الله عنهما قال خرج رسول الله في مرضه الذي مات فيه عاصبا راسه بخرقة فقعد على المنبر فحمد الله واثنى عليه ثم قال انه ليس من الناس احد امن علي في نفسه وماله من ابي بكر بن ابي قحافة ولو كنت متخذا من الناس خليلا لاتخذت ابا بكر خليلا ولكن خلة الاسلام افضل سدوا عني كل خوخة في هذا المسجد غير خوخة ابي بكر بخارى৪৬৭

Al-Khaukhah (a small door) and a path in the mosque


Narrated Ibn `Abbas:

"Allah's Messenger (ﷺ) in his fatal illness came out with a piece of cloth tied round his head and sat on the pulpit. After thanking and praising Allah he said, "There is no one who had done more favor to me with life and property than Abu Bakr bin Abi Quhafa. If I were to take a Khalil, I would certainly have taken Abu- Bakr but the Islamic brotherhood is superior. Close all the small doors in this mosque except that of Abu Bakr."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৮. কিতাবুস্ সালাত (كتاب الصلاة) Prayers (Salat)
দেখানো হচ্ছেঃ থেকে ২ পর্যন্ত, সর্বমোট ২ টি রেকর্ডের মধ্য থেকে