পরিচ্ছেদঃ মসজিদে থুথু ফেলার কাফ্ফারা
আলোকিত প্রকাশনী নাম্বারঃ ২৬২, আন্তর্জাতিক নাম্বারঃ ৪১৫
২৬২) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, নবী সাললাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ মসজিদে থুথু ফেলা গুনাহের কাজ। তার কাফ্ফারা হল মাটির নীচে তা পুতে ফেলা।
টিকাঃ মসজিদ যদি কাঁচা হয়, তাহলে এমন করা সম্ভব। আর মসজিদ পাকা হলে টিসু বা তুলা জাতিয় কিছু দ্বারা পরিষ্কার করা যেতে পারে।
بَاب كَفَّارَةِ الْبُزَاقِ فِي الْمَسْجِدِ
২৬২- عَنْ أَنَس بْن مَالِكٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبُزَاقُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهَا دَفْنُهَا
২৬২- عن انس بن مالك قال قال النبي صلى الله عليه وسلم البزاق في المسجد خطيىة وكفارتها دفنها
The expiation for spitting in the mosque
Narrated Anas bin Malik:
The Prophet (ﷺ) said, "Spitting in the mosque is a sin and its expiation is to bury it."
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৮. কিতাবুস্ সালাত (كتاب الصلاة) Prayers (Salat)