পরিচ্ছেদঃ মহিলারা কয়টি কাপড় পরিধান করে নামায পড়বে?

২৪০) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ফজরের নামায আদায় করতেন তখন তাঁর সাথে মহিলাগণও শরীরে চাদর জড়িয়ে নামাযে অংশ গ্রহণ করতেন। নামায শেষে তাঁরা ঘরে ফিরতেন। অন্ধকারের কারণে কেউ তাঁদেরকে চিনতে পারতনা।

بَاب فِي كَمْ تُصَلِّي الْمَرْأَةُ مِنَ الثِّيَابِ

২৪০- عَائِشَةَ قَالَتْ لَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الْفَجْرَ فَيَشْهَدُ مَعَهُ نِسَاءٌ مِنْ الْمُؤْمِنَاتِ مُتَلَفِّعَاتٍ فِي مُرُوطِهِنَّ ثُمَّ يَرْجِعْنَ إِلَى بُيُوتِهِنَّ مَا يَعْرِفُهُنَّ أَحَدٌ

২৪০ عاىشة قالت لقد كان رسول الله صلى الله عليه وسلم يصلي الفجر فيشهد معه نساء من المومنات متلفعات في مروطهن ثم يرجعن الى بيوتهن ما يعرفهن احد

In how many (what sort of) clothes a woman should offer Salat (prayer)


Narrated `Aisha:

Allah's Messenger (ﷺ) used to offer the Fajr prayer and some believing women covered with their veiling sheets used to attend the Fajr prayer with him and then they would return to their homes unrecognized.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৮. কিতাবুস্ সালাত (كتاب الصلاة) Prayers (Salat)