পরিচ্ছেদঃ হায়েয অবস্থায় স্বামীর মাথা ধৌত করা এবং চিরুনী করে দেয়া

২০২) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি হায়েয অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথা চিরুনী করে দিতাম।

অপর বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদের ভিতর থেকে আয়েশা (রাঃ)এর জন্য স্বীয় মাথা বের করে দিতেন। আর হায়েয অবস্থায় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথা চিরুনী করে দিতেন।

باب غَسْلِ الْحَائِضِ رَأْسَ زَوْجِهَا وَتَرْجِيلِهِ

২০২ ـ وَعَنْهَا رَضِيَ الله عَنْهَا قَالَتْ: كُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ وَأَنَا حَائِضٌ. (بخارى:২৯৫)

وفي رواية: وَهُوَ مُجَاوِرٌ فِي الْمَسْجِدِ، يُدْنِي لَهَا رَأْسَهُ، وَهِيَ فِي حُجْرَتِهَا، فَتُرَجِّلُهُ وَهِيَ حَائِضٌ. (بخارى:২৯৬)

২০২ وعنها رضي الله عنها قالت كنت ارجل راس رسول الله وانا حاىض بخارى২৯৫وفي رواية وهو مجاور في المسجد يدني لها راسه وهي في حجرتها فترجله وهي حاىض بخارى২৯৬

The washing of the husband's head and the combing of his hair by a menstruating wife


Narrated `Aisha:

While in menses, I used to comb the hair of Allah's Messenger (ﷺ) .

He [Allah's Messenger (ﷺ)] would bring his head near her in her room and she would comb his hair, while she used to be in her menses."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৬. কিতাবুল হায়েয বা ঋতু (كتاب الحيض) Menstrual Periods