পরিচ্ছেদঃ স্বামী-স্ত্রীর যৌনাঙ্গদ্বয় পরস্পর মিলিত হলে গোসল ওয়াজিব হবে

২০০) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ পুরুষ যখন তার স্ত্রীর চার অঙ্গের তথা দু’হাত এবং দু’পায়ের মাঝখানে বসবে এবং সঙ্গমের চেষ্টা করবে তখন গোসল ওয়াজিব হয়ে যাবে।

باب إِذَا الْتَقَى الْخِتَانَانِ

২০০ـ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ قَالَ إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الأَرْبَعِ، ثُمَّ جَهَدَهَا، فَقَدْ وَجَبَ الْغُسْلُ.

২০০ عن ابي هريرة عن النبي قال اذا جلس بين شعبها الاربع ثم جهدها فقد وجب الغسل

When male and female organs come in close contact (bath becomes compulsory)


Narrated Abu Huraira:

The Prophet (ﷺ) said, "When a man sits in between the four parts of a woman and did the sexual intercourse with her, bath becomes compulsory."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৫. কিতাবুল গোসল (كتاب الغسل) Bathing (Ghusl)