পরিচ্ছেদঃ স্থির পানিতে পেশাব করার হুকুম

১৭৫) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের কেউ যেন প্রবাহমান নয় এমন স্থির পানিতে পেশাব না করে। যেখানে আবার সে গোসল করবে।

باب الْبَوْلِ فِي الْمَاءِ الدَّائِمِ

১৭৫ـ عَنْ أَبِيْ هُرَيْرَةَ عن النَّبِيِّ قَالَ لا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ الَّذِي لا يَجْرِي، ثُمَّ يَغْتَسِلُ فِيهِ.(بخاري:২৩৯)

১৭৫ عن ابي هريرة عن النبي قال لا يبولن احدكم في الماء الداىم الذي لا يجري ثم يغتسل فيهبخاري২৩৯

Urinating in stagnant water


Abu Huraira said that the Prophet (ﷺ) had said:

"You should not pass urine in stagnant water which is not flowing then (you may need to) wash in it."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৪. কিতাবুল অযু (كتاب الوضوء) Ablutions (Wudu')