পরিচ্ছেদঃ দুধ পান করে শুধু কুলি করা

১৫৯) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুধ পান করে কুলি করলেন এবং বললেনঃ উহার মধ্যে চর্বি রয়েছে।

باب هَلْ يُمَضْمِضُ مِنَ اللَّبَنِ

১৫৯ـ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ الله عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ شَرِبَ لَبَنًا، فَمَضْمَضَ وَقَالَ إِنَّ لَهُ دَسَمًا.

১৫৯ـ عن ابن عباس رضي الله عنهما: ان رسول الله شرب لبنا، فمضمض وقال ان له دسما.

Whether to rinse the mouth after drinking milk


Narrated Ibn `Abbas:

Allah's Messenger (ﷺ) drank milk, rinsed his mouth and said, "It has fat."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৪. কিতাবুল অযু (كتاب الوضوء) Ablutions (Wudu')