পরিচ্ছেদঃ মোজার উপর মাসেহ করা

১৫৩) সা’দ বিন আবী ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোজা দ্বয়ের উপর মাসেহ করেছেন। আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) তাঁর পিতা উমার (রাঃ) কে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ হ্যাঁ। সা’দ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে কোন হাদীছ বর্ণনা করে তা সম্পর্কে অন্য কাউকে জিজ্ঞেস করোনা।

باب الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ

১৫৩ـ عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنِ النَّبِيِّ : أَنَّهُ مَسَحَ عَلَى الْخُفَّيْنِ وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ سَأَلَ عُمَرَ عَنْ ذَلِكَ فَقَالَ: نَعَمْ إِذَا حَدَّثَكَ شَيْئًا سَعْدٌ عَنِ النَّبِيّ ، فَلا تَسْأَلْ عَنْهُ غَيْرَهُ. (بخارى:২০২)

১৫৩ عن سعد بن ابي وقاص عن النبي انه مسح على الخفين وان عبد الله بن عمر سال عمر عن ذلك فقال نعم اذا حدثك شيىا سعد عن النبي فلا تسال عنه غيره بخارى২০২

To pass wet hands over Khuffain [two leather socks covering the ankles]


Narrated `Abdullah bin `Umar:

Sa`d bin Abi Waqqas said, "The Prophet (ﷺ) passed wet hands over his Khuffs (socks made from thick fabric or leather)." `Abdullah bin `Umar asked `Umar about it. `Umar replied in the affirmative and added, "Whenever Sa`d narrates a Hadith from the Prophet, there is no need to ask anyone else about it."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৪. কিতাবুল অযু (كتاب الوضوء) Ablutions (Wudu')

পরিচ্ছেদঃ মোজার উপর মাসেহ করা

১৫৪) আমর বিন উমাইয়া যামরী (রাঃ) হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মোজাদ্বয়ের উপর মাসেহ করতে দেখেছেন।

আমর বিন উমাইয়া যামরী (রাঃ) হতে অপর বর্ণনায় এসেছে, তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাগড়ীর উপর এবং মোজাদ্বয়ের উপর মাসেহ করতে দেখেছি।

باب الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ

১৫৪ـ عَنْ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ : أَنَّهُ رَأَى النَّبِيَّ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ. (بخارى:২০৪)

১৫৪ عن عمرو بن امية الضمري انه راى النبي يمسح على الخفين بخارى২০৪

To pass wet hands over Khuffain [two leather socks covering the ankles]


Narrated Ja`far bin `Amr bin Umaiya Ad-Damri:

My father said, "I saw the Prophet (ﷺ) passing wet hands over his Khuffs (socks made from thick fabric or leather)."


Narrated Ja`far bin `Amr:

My father said, "I saw the Prophet (ﷺ) passing wet hands over his turban and Khuffs (socks made from thick fabric or leather).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উমাইয়াহ যামরী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৪. কিতাবুল অযু (كتاب الوضوء) Ablutions (Wudu')
দেখানো হচ্ছেঃ থেকে ২ পর্যন্ত, সর্বমোট ২ টি রেকর্ডের মধ্য থেকে