পরিচ্ছেদঃ আল্লাহর কাছে সেই আমল বেশী প্রিয় যা সর্বদা করা হয়

৪০) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর ঘরে প্রবেশ করে একজন মহিলা দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, এই মহিলার পরিচয় কী? আয়েশা (রাঃ) বললেনঃ ইনি অমুক মহিলা। তিনি দীর্ঘ নামায আদায়কারী হিসাবে আলোচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ থামো। তোমরা যতটুকু আমল (সর্বদা) করতে সক্ষম তাই কর। আল্লাহ তাআলা প্রতিদান দিতে ক্লান্তিবোধ করেন না যে পর্যন্ত না তোমরা আনুগত্যের কাজে ক্লান্তি বোধ কর। আল্লাহর কাছে সব চেয়ে প্রিয় আমল হচ্ছে যা বান্দা সব সময় করে থাকে।

باب أَحَبُّ الدِّينِ إِلَى اللَّهِ أَدْوَمُهُ

৪০ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا أَنَّ النَّبِيَّ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا امْرَأَةٌ، قَالَ مَنْ هَذِهِ؟ قَالَتْ: فُلانَةُ تَذْكُرُ مِنْ صَلاتِهَا، قَالَ مَهْ عَلَيْكُمْ بِمَا تُطِيقُونَ فَوَاللَّهِ لا يَمَلُّ اللَّهُ حَتَّى تَمَلُّوا، وَكَانَ أَحَبَّ الدِّينِ إِلَيْهِ مَادَامَ عَلَيْهِ صَاحِبُهُ.

৪০ عن عاىشة رضي الله عنها ان النبي دخل عليها وعندها امراة قال من هذه قالت فلانة تذكر من صلاتها قال مه عليكم بما تطيقون فوالله لا يمل الله حتى تملوا وكان احب الدين اليه مادام عليه صاحبه

Ad-Din (good, righteous deed - act of worship) loved most by Allah Jalla Jalalahu is that which is done regularly. (And in fact the best religion with Allah is Islam)


Narrated 'Aisha:

Once the Prophet (ﷺ) came while a woman was sitting with me. He said, "Who is she?" I replied, "She is so and so," and told him about her (excessive) praying. He said disapprovingly, "Do (good) deeds which is within your capacity (without being overtaxed) as Allah does not get tired (of giving rewards) but (surely) you will get tired and the best deed (act of Worship) in the sight of Allah is that which is done regularly."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief