পরিচ্ছেদঃ (৩) এই উম্মাহর আয়ুষ্কাল সম্পর্কে বর্ণনা - মহান আল্লাহ মুসলিমদেরকে তাদের আয়ুষ্কালের বিষয়ে অবকাশ দেন, যাতে তারা ভালো আমল করতে পারে, সেই দিনের জন্য, যেদিন তারা এর প্রচন্ড মুখাপেক্ষী হবে
২৯৬৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মহান আল্লাহ যাকে ষাট বছর আয়ু দান করেন, বয়সের ক্ষেত্রে তার জন্য আর কোন ওজর বাকী রাখেন না।”[1]
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০৮৯)
3 - فَصْلٌ فِي أَعْمَارِ هَذِهِ الْأُمَّةِ - ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا أَمْهَلَ اللَّهُ ـ جَلَّ وَعَلَا ـ لِلْمُسْلِمِينَ فِي أَعْمَارِهِمْ وَاكْتِسَابِ الطَّاعَاتِ لِيَوْمِ فَقْرِهِمْ وفاقتهم
2968 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى الله عليه وسلم قَالَ: (مَنْ عمَّرَهُ اللَّهُ ستِّين سَنَةً فَقَدْ أعَذَرَ إليه في العُمْرِ).
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2968 | خلاصة حكم المحدث: صحيح- ((الصحيحة)) (1089): خ.