পরিচ্ছেদঃ আমরা যেসব তাসবীহ, তাহমীদ ও তাকবীর বর্ণনা করলাম, এগুলি সালাতের পর পঠিতব্য এমন কিছু যিকির, যা পাঠকারী ব্যক্তি ব্যর্থ হয় না মর্মে বর্ণনা
২০১৬. কা‘ব বিন উজরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সালাতের পর পঠিতব্য এমন কিছু যিকির রয়েছে, যার পাঠকারী ব্যক্তি ব্যর্থ হয় না। তুমি প্রত্যেক সালাতের পর ৩৩ বার সুবহানাল্লাহ বলবে, ৩৩ বার আল হামদু লিল্লাহ বলবে এবং ৩৪ বার আল্লাহু আকবার বলবে।”[1]
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১০২)
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مَا وَصَفْنَا مِنَ التَّسْبِيحِ وَالتَّحْمِيدِ وَالتَّكْبِيرِ مِنَ الْمُعَقِّبَاتِ الَّذِي لَا يَخِيبُ قائلهن
2016 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ بِفَمِ الصُّلْحِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ الْأَزْرَقُ قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ حَرْبٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ وَحَمْزَةُ الزَّيَّاتُ وَمَالِكُ بْنُ مِغْوَلٍ عَنِ الْحَكَمِ عَنِ ابْنِ أَبِي لَيْلَى: عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مُعَقِّبات لَا يَخِيبُ قَائِلُهُنَّ تُسبِّح اللَّهَ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ وَتُحَمِّدُهُ ثلاثاً وثلاثين وتكبره أربعاً وثلاثين)
الراوي : ابْن أَبِي لَيْلَى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2016 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الصحيحة)) (102) , ((مختصر الأدب المفرد)) (473)