পরিচ্ছেদঃ যে কারণে এমন করার ব্যাপারে ধমকী দেওয়া হয়েছে
১৬১২. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কিয়ামত ততক্ষন পর্যন্ত সংঘটিত হবে না, যতক্ষন না মানুষ মসজিদ নির্মাণ নিয়ে গর্ব করবে।”[1]
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৭৬)
ذكر العلة التي من أجلها زجر عن هذا الفعل
1612 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1612 | خلاصة حكم المحدث: صحيح ـ ((صحيح أبي داود)) (476).
পরিচ্ছেদঃ যে কারণে এমন করার ব্যাপারে ধমকী দেওয়া হয়েছে
১৬১৩. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমাকে মসজিদগুলোকে সুরম্য ও সুউচ্চ প্রাসাদ বানাতে আদেশ করা হয়নি।”
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তোমরা অবশ্যই মসজিদগুলোকে চাক্যচিক্যময় করে তুলবে, যেভাবে ইয়াহুদি ও খ্রিষ্টানরা তাদের উপাসনালয়গুলোকে চাক্যচিক্যময় করেছিল।”[1]
আবূ ফাযারাহ হলেন, রাশেদ বিন কাইসান কুফার নির্ভরযোগ্য ও মজবূত রাবী।”
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৭৫)
ذكر العلة التي من أجلها زجر عن هذا الفعل
1613 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ عَنْ أَبِي فَزَارَةَ عَنْ يَزِيدَ بْنِ الْأَصَمِّ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: (ما أُمِرْتُ بتشييد المساجد)
قال ابْن عباس: لَتُزَخْرِفُنَّها كما زخرفتها اليهود والنصارى.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1613 | خلاصة حكم المحدث: صحيح ـ ((صحيح أبي داود)) (475).
أَبُو فَزَارَةَ: رَاشِدُ بْنُ كَيْسَانَ مِنْ ثِقَاتِ الْكُوفِيِّينَ وَأَثْبَاتِهِمْ.