পরিচ্ছেদঃ (৬) সালাত আদায়ের জায়গাসমূহের বিবরণ
১৫৯৬. আবূ যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, প্রথমে কোন মাসজিদ নির্মাণ করা হয়েছে?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “মাসজিদুল হারাম, তারপর মাসজিদুল আকসা।” আমি বললাম, “উভয় মাসজিদের মাঝে ব্যবধান কত ছিল?” জবাবে তিনি বলেন, “উভয়ের মাঝে ৪০ বছরের ব্যবধান ছিল। আর যেখানেই তোমাকে কোন সালাত পেয়ে বসবে, সেখানেই তুমি সালাত আদায় করবে।”[1]
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজু ফিকহিস সীরাহ: ৭৯)
6 - باب المساجد
1596 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ شُعْبَةَ عَنْ سُلَيْمَانَ عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ عَنْ أَبِيهِ: عَنْ أَبِي ذَرٍّ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ مَسْجِدٍ وُضِعَ أَوَّلُ؟ فَقَالَ: (الْمَسْجِدُ الْحَرَامُ ثُمَّ الْمَسْجِدُ الْأَقْصَى) قَالَ: قُلْتُ: كَمْ كَانَ بَيْنَهُمَا؟ قَالَ: (كَانَ بَيْنَهُمَا أَرْبَعُونَ سَنَةً وَحَيْثُ مَا أَدْرَكَتْكَ الصَّلَاةُ فَصَلِّ فَثَمَّ مسجد)
الراوي : أَبُو ذَرٍّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1596 | خلاصة حكم المحدث: صحيح ـ ((تخريج فقه السيرة)) (79)