পরিচ্ছেদঃ ১৯৯. আরাফার দিনে উটের উপর থেকে খুতবা দেয়া
৩০১১. মুহাম্মদ ইবন আদম (রহঃ) .... সালামা ইন নুবায়ত (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন। তার পিতা বলেছেন, আমি আরাফার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে লাল বর্ণের উটের উপর বসে খুৎবা দিতে দেখেছি।
তাহক্বীকঃ সহীহ।
الْخُطْبَةُ يَوْمَ عَرَفَةَ عَلَى النَّاقَةِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ عَنْ ابْنِ الْمُبَارَكِ عَنْ سَلَمَةَ بْنِ نُبَيْطٍ عَنْ أَبِيهِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمَ عَرَفَةَ عَلَى جَمَلٍ أَحْمَرَ
اخبرنا محمد بن ادم عن ابن المبارك عن سلمة بن نبيط عن ابيه قال رايت رسول الله صلى الله عليه وسلم يخطب يوم عرفة على جمل احمر
It was narrated from Salamah bin Nubait that his father said:
"I saw the Messenger of Allah delivering a Khutbah on the day of Arafat atop a red camel."
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ সালামা ইবন নুবায়ত (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
২৪/ হজ্জের নিয়ম পদ্ধতি (كتاب مناسك الحج) 24/ The Book of Hajj