পরিচ্ছেদঃ ৬২. সতরঞ্চ খেলা নিষিদ্ধ হওয়া সম্পর্কে।
৪৮৫৪. আবদুল্লাহ্ ইবন মাসলামা (রহঃ) ..... আবূ মূসা আশ’আরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি শতরঞ্চ বা দাবা/পাশা খেলে, সে আল্লাহ্ ও তার রাসূলের নাফরমানী করে।
باب فِي النَّهْىِ عَنِ اللَّعِبِ، بِالنَّرْدِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ مُوسَى بْنِ مَيْسَرَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ لَعِبَ بِالنَّرْدِ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ " .
Narrated AbuMusa al-Ash'ari:
The Messenger of Allah (ﷺ) said: He who plays backgammon disobeys Allah and His Apostle.
পরিচ্ছেদঃ ৬২. সতরঞ্চ খেলা নিষিদ্ধ হওয়া সম্পর্কে।
৪৮৫৫. মুসাদ্দাদ (রহঃ) .... বুরায়দাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি শতরঞ্চ বা দাবা/পাশা খেলে, সে যেন তার হাতকে শূকরের মাংস ও রক্তের মধ্যে প্রবেশ করায়।
باب فِي النَّهْىِ عَنِ اللَّعِبِ، بِالنَّرْدِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ فَكَأَنَّمَا غَمَسَ يَدَهُ فِي لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ " .
Buraidah reported the Prophet (May peace be upon him) as saying :
If anyone plays backgammon, he sinks his hand in the flesh of swine and its blood.