পরিচ্ছেদঃ ৩০. ফকীর যদি ধনীকে হাদিয়া হিসাবে যাকাতের মাল দেয়।

১৬৫৫. আমর ইব্‌ন মারযূক (রহঃ) ..... আনাস (রাঃ) হতে বর্ণিত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের খিদমতে মাংস পেশ করা হলে তিনি জিজ্ঞাসা করেনঃ তা কি ধরনের মাংস? লোকেরা বলেন, এই মাংস বারীরাহ (আয়েশা (রাঃ) এর দাসী)-কে সদ্‌কাহ হিসাবে দেয়া হয়েছে। তিনি বলেনঃ তা তার জন্য সদ্‌কাহ্‌স্বরূপ এবং আমার জন্য উপঢৌকন স্বরূপ। (বুখারী, মুসলিম, নাসাঈ)।

باب الْفَقِيرِ يُهْدِي لِلْغَنِيِّ مِنَ الصَّدَقَةِ

حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِلَحْمٍ قَالَ ‏"‏ مَا هَذَا ‏"‏ ‏.‏ قَالُوا شَىْءٌ تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ فَقَالَ ‏"‏ هُوَ لَهَا صَدَقَةٌ وَلَنَا هَدِيَّةٌ ‏"‏ ‏.‏

حدثنا عمرو بن مرزوق، قال اخبرنا شعبة، عن قتادة، عن انس، ان النبي صلى الله عليه وسلم اتي بلحم قال ‏"‏ ما هذا ‏"‏ ‏.‏ قالوا شىء تصدق به على بريرة فقال ‏"‏ هو لها صدقة ولنا هدية ‏"‏ ‏.‏


Anas said when some meat was brought to the Prophet (SAWS), he asked What is this? He was told this is a thing (meat), which was given as sadaqah to Barirah. Thereupon, he said it is sadaqah for her and a gift to us.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ যাকাত (كتاب الزكاة) 3/ Zakat (Kitab Al-Zakat)