পরিচ্ছেদঃ ৫২. প্রবল ধারণার উপর ভিত্তি করা
১৩৭৮(১). আল-কাযী আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আলকামা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ওয়াক্তের নামায পড়লেন। ইবরাহীম (রহঃ)-এর বর্ণনায় আছে, আমি বলতে পারি না তিনি বেশী পড়েছেন না কম পড়েছেন। তিনি সালাম ফিরালে পর তাঁকে বলা হলো, ইয়া রাসূলাল্লাহ! নামাযের মধ্যে কি নতুন কিছু ঘটেছে? তিনি বলেনঃ না, তা কি? তারা বলেন, আপনি এরূপ নামায পড়েছেন। অতএব তিনি পিছনে মোড় দিয়ে কিবলামুখী হয়ে দু’টি সিজদা করেন, তারপর সালাম ফিরান। তিনি সালাম ফিরানোর পর আমাদের দিকে মুখ ফিরিয়ে বলেনঃ নামাযের মধ্যে নতুন কিছু ঘটলে আমি তোমাদের তা অবহিত করতাম। কিন্তু আমি একজন মানুষ, তোমরা যেমন ভুলে যাও, আমিও তেমন ভুলে যাই। আমি ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। তোমাদের কেউ তার নামাযে সন্দেহে পতিত হলে সে যেন সঠিক সিদ্ধান্তে পৌঁছার জন্য চিন্তাভাবনা করে, অতঃপর এর ভিত্তিতে নামায পূর্ণ করে, এরপর সালাম ফিরাবে, এরপর দু’টি সিজদা করবে।
بَابُ الْبِنَاءِ عَلَى غَالِبِ الظَّنِّ
حَدَّثَنَا الْقَاضِي الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، ثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ قَالَ : قَالَ عَبْدُ اللَّهِ : صَلَّى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - صَلَاةً قَالَ إِبْرَاهِيمُ : فَلَا أَدْرِي أَزَادَ أَمْ نَقَصَ فَلَمَّا سَلَّمَ قِيلَ لَهُ : يَا رَسُولَ اللَّهِ ، أَحَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ ؟ قَالَ : " لَا وَمَا ذَاكَ " . قَالُوا صَلَّيْتَ كَذَا وَكَذَا فَثَنَى رِجْلَيْهِ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ فَلَمَّا سَلَّمَ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ : " إِنَّهُ لَوْ حَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ أَنْبَأْتُكُمُوهُ وَلَكِنْ إِنَّمَا أَنَا بَشَرٌ أَنْسَى كَمَا تَنْسَوْنَ فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي وَإِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيَتَحَرَّ الصَّوَابَ ثُمَّ يُتِمَّ عَلَيْهِ ثُمَّ يُسَلِّمْ ثُمَّ يَسْجُدْ سَجْدَتَيْنِ
পরিচ্ছেদঃ ৫২. প্রবল ধারণার উপর ভিত্তি করা
১৩৭৯(২)। আল-কাযী আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ নামাযের মধ্যে (রাকআত সংখ্যা সম্পর্কে) সন্দেহে পতিত হলে সে যেন চিন্তা করে সঠিক সিদ্ধান্তে পৌঁছে, তারপর দু’টি সাহু সিজদা করে।
بَابُ الْبِنَاءِ عَلَى غَالِبِ الظَّنِّ
حَدَّثَنَا الْقَاضِي الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، ثَنَا وَكِيعٌ ، ثَنَا مِسْعَرُ بْنُ كِدَامٍ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ : قَالَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي الصَّلَاةِ فَلْيَتَحَرَّ الصَّوَابَ ثُمَّ يَسْجُدْ سَجْدَتَيِ السَّهْوِ
পরিচ্ছেদঃ ৫২. প্রবল ধারণার উপর ভিত্তি করা
১৩৮০(৩). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিশ্চয়ই আমি একজন মানুষ। আমিও ভুলে যাই, যেমন তোমরা ভুলে যাও। তোমাদের কেউ তার নামাযের মধ্যে সন্দেহে পতিত হলে সে যেন চিন্তা করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে তার ভিত্তিতে নামায পূর্ণ করে, তারপর দু’টি সাহু সিজদা করে।
بَابُ الْبِنَاءِ عَلَى غَالِبِ الظَّنِّ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا الْحَسَنُ بْنُ السُّكَيْنِ أَبُو مَنْصُورٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ ، ثَنَا مِسْعَرٌ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " إِنَّمَا أَنَا بَشَرٌ أَنْسَى كَمَا تَنْسَوْنَ فَأَيُّكُمْ شَكَّ فِي صَلَاتِهِ فَلْيَنْظُرْ أَحْرَى ذَلِكَ بِالصَّوَابِ فَلْيُتِمَّ عَلَيْهِ ثُمَّ يَسْجُدْ سَجْدَتَيِ السَّهْوِ