পরিচ্ছেদঃ ২৬. নামাযের কাতারসমূহ সোজা করার জন্য উৎসাহিত করা

১০৬৬(১). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আন-নু’মান ইবনে বাশীর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনের মুখোমুখি হয়ে বললেনঃ তোমরা তোমাদের কাতারসমূহ সমান করো। কথাটি তিনি তিনবার বললেন। আল্লাহর শপথ! তোমরা অবশ্যই তোমাদের নামাযের কাতারসমূহ সোজা করে দাঁড়াবে। অন্যথায় তোমাদের অন্তরে বিভেদ সৃষ্টি হবে। (রাবী বলেন,) আমাদের প্রত্যেক ব্যক্তিকে দেখলাম, সে তার পায়ের গোছা তার পাশের লোকের পায়ের গোছার সাথে মিলিয়ে, তার হাঁটু তার পাশের লোকের হাঁটুর সাথে মিলিয়ে এবং তার কাঁধ তার পাশের লোকের কাঁধের সাথে সমান্তরাল করে দাঁড়িয়েছে।

بَابُ الْحَثِّ عَلَى اسْتِوَاءِ الصُّفُوفِ

نَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا سَعِيدُ بْنُ يَحْيَى الْأَمَوِيُّ ، حَدَّثَنِي أَبِي ، ثَنَا زَكَرِيَّا بْنَ أَبِي زَائِدَةَ - قَالَ ، حَدَّثَنِي أَبُو الْقَاسِمِ - وَهُوَ الْجَدَلِيُّ - حُسَيْنُ بْنُ الْحَارِثِ ؛ أَنَّهُ سَمِعَ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ ، يَقُولُ : إِنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَقْبَلَ بِوَجْهِهِ عَلَى النَّاسِ ، ثُمَّ قَالَ : " أَقِيمُوا صُفُوفَكُمْ - ثَلَاثَ مَرَّاتٍ - فَوَاللَّهِ لَتُتِمُّنَّ صُفُوفَكُمْ ، أَوْ لَتَخْتَلِفَنَّ قُلُوبُكُمْ " . فَرَأَيْتُ الرَّجُلَ مِنَّا يَلْزَقُ كَعْبَهُ بِكَعْبِ صَاحِبِهِ ، وَرُكْبَتَهُ بِرُكْبَتِهِ وَمَنْكِبَهُ بِمَنْكِبِهِ

نا الحسين بن اسماعيل ، نا سعيد بن يحيى الاموي ، حدثني ابي ، ثنا زكريا بن ابي زاىدة - قال ، حدثني ابو القاسم - وهو الجدلي - حسين بن الحارث ؛ انه سمع النعمان بن بشير ، يقول : ان رسول الله - صلى الله عليه وسلم - اقبل بوجهه على الناس ، ثم قال : " اقيموا صفوفكم - ثلاث مرات - فوالله لتتمن صفوفكم ، او لتختلفن قلوبكم " . فرايت الرجل منا يلزق كعبه بكعب صاحبه ، وركبته بركبته ومنكبه بمنكبه

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)