পরিচ্ছেদঃ ২৬. বিসমিল্লাহ বলে উযু আরম্ভ করতে উৎসাহ প্রদান
২৫১(১). আবু হামেদ মুহাম্মাদ ইবনে হারূন (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি উযু করেনি তার নামায হয়নি। আর যে ব্যক্তি উযুর প্রারম্ভে আল্লাহর নাম স্মরণ করেনি (বিসমিল্লাহ বলেনি) তার উযু হয়নি।
بَابُ الْحَثِّ عَلَى التَّسْمِيَةِ ابْتِدَاءَ الطَّهَارَةِ
ثَنَا أَبُو حَامِدٍ مُحَمَّدُ بْنُ هَارُونَ ، نَا عَلِيُّ بْنُ مُسْلِمٍ ، نَا ابْنُ أَبِي فُدَيْكٍ ، نَا مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ أَبِي عَبْدِ اللَّهِ ، عَنْ يَعْقُوبَ بْنِ سَلَمَةَ اللَّيْثِيِّ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ
পরিচ্ছেদঃ ২৬. বিসমিল্লাহ বলে উযু আরম্ভ করতে উৎসাহ প্রদান
২৫২(২). আহমাদ ইবনে কামেল (রহঃ) ... মুহাম্মাদ ইবনে মূসা আল-মাখযূমী (রহঃ) থেকে তার সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابُ الْحَثِّ عَلَى التَّسْمِيَةِ ابْتِدَاءَ الطَّهَارَةِ
نَا أَحْمَدُ بْنُ كَامِلٍ ، نَا مُوسَى بْنُ هَارُونَ ، ثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، نَا مُحَمَّدُ بْنُ مُوسَى الْمَخْزُومِيُّ ، بِإِسْنَادِهِ مِثْلَهُ