পরিচ্ছেদঃ ৯. "যখন তোমরা নামাযের জন্য প্রস্তুত হও" (৫ : ৬) আয়াতের ব্যাখ্যা
৮৬(১)। ইবরাহীম ইবনে হাম্মাদ (রহঃ) ... যায়েদ ইবনে আসলাম (রহঃ) থেকে বর্ণিত, “যখন তোমরা নামাযের জন্য প্রস্তুত হও তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করো” (৫ : ৬)। তিনি বলেন, অর্থাৎ যখন তোমরা ঘুম থেকে ওঠো।
بَابُ تَأْوِيلِ إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ
نَا إِبْرَاهِيمُ بْنُ حَمَّادٍ ، نَا عَبَّاسُ بْنُ يَزِيدَ ، نَا بِشْرُ بْنُ عُمَرَ ، نَا مَالِكٌ ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ : ( إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ) ، قَالَ : يَعْنِي : إِذَا قُمْتُمْ مِنَ النَّوْمِ
পরিচ্ছেদঃ ৯. "যখন তোমরা নামাযের জন্য প্রস্তুত হও" (৫ : ৬) আয়াতের ব্যাখ্যা
৮৭(২)। জাফার ইবনে মুহাম্মাদ ইবনে নুসায়ের (রহঃ) ... যায়েদ ইবনে আসলাম (রহঃ) থেকে আল্লাহ তা’আলার বাণীঃ “হে ঈমানদারগণ! যখন তোমরা নামাযের জন্য প্রস্তুত হও”-এর ব্যাখায় বর্ণিত। তিনি বলেন, যখন তোমরা ঘুম থেকে ওঠো।
بَابُ تَأْوِيلِ إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ
نَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ نُصَيْرٍ ، نَا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ شَبِيبٍ ، نَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ ، نَا الْوَلِيدُ ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ فِي قَوْلِهِ تَعَالَى : ( يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ ) ، قَالَ : إِذَا قُمْتُمْ مِنَ النَّوْمِ