পরিচ্ছেদঃ ৩. ন্যায়ের সীমালঙ্ঘনকারী বিদ্রোহীদের সাথে যুদ্ধ - একটি বিদ্রোহী দল কর্তৃক সাহাবী আম্মার (রাঃ)-কে হত্যা করা প্রসঙ্গে

১১৯৪। উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিত; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সাহাবী আম্মার (রাঃ)-কে একটি বিদ্রোহী দল হত্যা করবে।[1]

وَعَنْ أَمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «تَقْتُلُ عَمَّارًا الْفِئَةُ الْبَاغِيَةُ». رَوَاهُ مُسْلِمٌ

-

صحيح رواه مسلم (2916) (73)

وعن ام سلمة رضي الله عنها قالت: قال رسول الله - صلى الله عليه وسلم: «تقتل عمارا الفىة الباغية». رواه مسلم - صحيح رواه مسلم (2916) (73)


Umm Salamah (RAA) narrated that The Messenger of Allah (ﷺ) said:
“The transgressing party will kill 'Ammar ('Ammar bin Yasir).” Related by Muslim.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উম্মু সালামাহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ৯ঃ অপরাধ প্রসঙ্গ (كتاب الجنايات) 9/ Crimes (Qisas or Retaliation)