পরিচ্ছেদঃ ৪. ওয়ালিমাহ - পাত্রে ফুঁ দেওয়া অথবা শ্বাস ফেলা নিষেধ
১০৫৩। আবূ কাতাদাহ (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ পান করবে। তখন যেন সে পাত্ৰে শ্বাস ত্যাগ না করে।[1]
وَعَنْ أَبِي قَتَادَةَ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَالَ: «إِذَا شَرِبَ أَحَدُكُمْ, فَلَا يَتَنَفَّسْ فِي الْإِنَاءِ». مُتَّفَقٌ عَلَيْهِ
-
صحيح. رواه البخاري (153)، ومسلم (267) واللفظ للبخاري
পরিচ্ছেদঃ ৪. ওয়ালিমাহ - পাত্রে ফুঁ দেওয়া অথবা শ্বাস ফেলা নিষেধ
১০৫৪। আবূ দাউদে ইবনু ’আব্বাস (রাঃ) কর্তৃক হাদীসটি এরূপই, তবে এতে এ অংশটুকু বেশি আছে-’পানীয় পাত্রে ফুঁ দেবে না’। তিরমিযী হাদীসটিকে সহীহ বলেছেন।[1]
وَلِأَبِي دَاوُدَ: عَنِ ابْنِ عَبَّاسٍ نَحْوُهُ, وَزَادَ: «أَوْ يَنْفُخْ فِيهِ». وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ
-
صحيح. رواه أبو داود (3728)، والترمذي (1888) ولفظه: نهى رسول الله -صلى الله عليه وسلم- أن يتنفس في الإناء، أو ينفخ فيه. وقال الترمذي: حديث حسن صحيح