পরিচ্ছেদঃ ১. নফল সওম ও তার নিষিদ্ধকাল - শাওয়াল মাসের ছয় রোযার ফযীলত

৬৮১. আবূ আইয়ূব আনসারী (রাঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-যে ব্যক্তি রমযানের সওমব্ৰত পালনের পর শাওয়ালেরও ৬টি সওম পালন করল, (পুণ্যের দিক দিয়ে) পূর্ণ একটি বছর সওম পালন করল।[1]

وَعَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ - رضي الله عنه: أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ: «مَنْ صَامَ رَمَضَانَ, ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ». رَوَاهُ مُسْلِمٌ

-

صحيح. رواه مسلم (1164)

وعن ابي ايوب الانصاري - رضي الله عنه: ان رسول الله - صلى الله عليه وسلم - قال: «من صام رمضان, ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر». رواه مسلم - صحيح. رواه مسلم (1164)


Abu Aiyub Al-Ansari (RAA) narrated that The Messenger of Allah (ﷺ) said:
"Whoever fasts during the month of Ramadan and then follows it with six days of Shawwal will be (rewarded) as if he had fasted the entire year." Related by Muslim.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ৫ঃ সিয়াম (كتاب الصيام) 5/ Fasting