পরিচ্ছেদঃ ২. আযান (সালাতের জন্য আহ্বান) - আযান অবস্থায় মুয়াজ্জিনের বৈশিষ্ট্যসমূহের বর্ণনা
১৮২। আবূ জুহাইফাহ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন- আমি বিলাল (রাঃ)-কে তাঁর দু’কানে আঙ্গুল দিয়ে আযান দিতে এবং আযানে এধার ওধার অর্থাৎ ডানে-বামে মুখ ফেরাতে দেখেছি[1]।
ইবনু মাজাহ’তে আছে- ’এবং তিনি তাঁর আঙ্গুলদ্বয় তাঁর দুই কানে ঢুকিয়েছিলেন।[2]
তবে তিনি সম্পূর্ণরূপে ঘুরে যেতেন না।[3]
এর মূল বক্তব্য বুখারী, মুসলিমে রয়েছে।[4]
[2] ইবনু মাজাহ (৭১১) এ হাদীসটিও সহীহ যদিও এ হাদীসের সনদে দুর্বলতা আছে।
[3] আবু দাউদ ৫২০ হাদীসটি মুনকার।
[4] মুহাক্কিক সুমাইর আয-যুহাইরি বুলুগুল মারামের ব্যাখ্যা গ্রন্থে বলেন, হাদীসটি বুখারীতে ৬৩৪ নং এবং মুসলিমে ৫০৩ নং এ ইবনু আবী জুহাইফাহ থেকে তিনি তার পিতা হতে বর্ণনা করেছেন, তিনি বেলাল (রাঃ) কে আযান দিতে দেখেছেন। রাবী বলেন, আমি তার মুখমণ্ডলকে এদিক ওদিক ঘুরাতে প্রত্যক্ষ করেছি।
وَعَنْ أَبِي جُحَيْفَةَ - رضي الله عنه - قَالَ: رَأَيْتُ بِلَالًا يُؤَذِّنُ وَأَتَتَبَّعُ فَاهُ, هَاهُنَا وَهَاهُنَا, وَإِصْبَعَاهُ فِي أُذُنَيْهِ. رَوَاهُ أَحْمَدُ, وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَهُ
وَلِابْنِ مَاجَهْ: وَجَعَلَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ
وَلِأَبِي دَاوُدَ: لَوَى عُنُقَهُ, لَمَّا بَلَغَ «حَيَّ عَلَى الصَّلَاةِ» يَمِينًا وَشِمَالًا وَلَمْ يَسْتَدِرْ
وَأَصْلِهِ فِي الصَّحِيحَيْنِ
-
صحيح. رواه أحمد (4/ 308 - 309)، والترمذي (197)، وقال الترمذي: حديث حسن صحيح
ابن ماجه (711)، وهو صحيح أيضا، وإن كان في سنده ضعيف
أبو داود (520) وهو منكر
قلت(سمير بن أمين الزهري) هو في البخاري (634)، ومسلم (503)، عن ابن أبي جحيفة، عن أبيه؛ أنه رأى بلالا يؤذن. قال: فجعلت أتتبع فاه هاهنا وهاهنا