পরিচ্ছেদঃ ২৪৯. ধনুকের উপর ভর দিয়ে খুত্ববাহ প্রদান
১১৪৫। ইয়াযীদ ইবনুল বারাআ (রহঃ) হতে তার পিতার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ঈদের দিন একটি ধনুক দেয়া হলে তিনি তাতে ভর করে খুত্ববাহ দেন।[1]
হাসান।
[1] আবূ দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন। ইবনু আবূ শায়বাহ (২/১৫৮), আবূশ শায়খ ‘আখলাকুন নাবী সাঃ’ (১৪৬), আহমাদ (৪/২৮২) দীর্ঘভাবে, ইবনু হাজার একে ‘আত-তালখীস’ গ্রন্থে উল্লেখ করেছেন (১৩৭০। এর সনদে আবূ জানাব এর নাম হচ্ছে ইয়াহইয়া ইবনু আবূ হাইয়্যাহ। হাফিয বলেনঃ তার অধিক পরিমাণ তাদলীসের কারণে মুহাদ্দিসগণ তাকে দুর্বল বলেছেন। আলবানী একে উল্লেখ করেছেন যঈফাহ (২/৩৮০)।
باب يَخْطُبُ عَلَى قَوْسٍ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي جَنَابٍ، عَنْ يَزِيدَ بْنِ الْبَرَاءِ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلي الله عليه وسلم نُوِّلَ يَوْمَ الْعِيدِ قَوْسًا فَخَطَبَ عَلَيْهِ
- حسن
حدثنا الحسن بن علي، حدثنا عبد الرزاق، اخبرنا ابن عيينة، عن ابي جناب، عن يزيد بن البراء، عن ابيه، ان النبي صلي الله عليه وسلم نول يوم العيد قوسا فخطب عليه
- حسن
Al-Bara' said:
Someone presented a bow to the Prophet (ﷺ) on the 'Id (festival). So he preached leaning on it.
হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ ইয়াযীদ ইবন বারা (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
২/ সালাত (كتاب الصلاة) 2/ Prayer (Kitab Al-Salat)