পরিচ্ছেদঃ ৬. খাওয়ার সময় তোয়ালে ব্যবহার সম্পর্কে
২০৬৪. ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেছেন: “যখন তোমাদের কেউ খাদ্য খায়, তখন তার আঙ্গুলসমূহ তিনবার চেটে না খাওয়া কিংবা না চাটানো পর্যন্ত সে যেনো তার হাত না মুছে ফেলে করে।”[1]
[1] তাহক্বীক্ব: এর সনদ সহীহ। এটি বুখারী ও মুসিলিমের সম্মিলিত বর্ণনা।
তাখরীজ: বুখারী, আতইমাহ নং ৫৪৫৬; মুসলিম, আশরিবাহ ২০৩১;
আমরা এর পূর্ণ তাখরীজ দিয়েছি মুসনাদুল মাউসিলী নং ২৫০৩; সহীহ ইবনু হিব্বান নং ৫২৫২; আল গিলানিয়া ৯৫৬ ও মুসনাদুল হুমাইদী নং ৪৯৭ তে।
তাখরীজ: বুখারী, আতইমাহ নং ৫৪৫৬; মুসলিম, আশরিবাহ ২০৩১;
আমরা এর পূর্ণ তাখরীজ দিয়েছি মুসনাদুল মাউসিলী নং ২৫০৩; সহীহ ইবনু হিব্বান নং ৫২৫২; আল গিলানিয়া ৯৫৬ ও মুসনাদুল হুমাইদী নং ৪৯৭ তে।
بَاب فِي الْمِنْدِيلِ عِنْدَ الطَّعَامِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَوْنٍ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ عَطَاءٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلَا يَمْسَحْ يَدَهُ حَتَّى يَلْعَقَ أَصَابِعَهُ أَوْ يُلْعِقَهَا
اخبرنا عمرو بن عون حدثنا ابن عيينة عن عمرو بن دينار عن عطاء عن ابن عباس ان النبي صلى الله عليه وسلم قال اذا اكل احدكم فلا يمسح يده حتى يلعق اصابعه او يلعقها
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
৮. খাদ্য অধ্যায় (كتاب الأطعمة)