পরিচ্ছেদঃ 'হে বৎস' ! বলে সম্বোধন করা।
২৮৩১. মুহাম্মাদ ইবন আবদুল মালিক ইবন আবূশ শাওয়ারিব (রহঃ) ..... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেছিলেনঃ হে বৎস!
সহীহ, সহীহাহ ২৯৫৭, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৩১ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে মুগরা ও উমর ইবন আবূ সালামা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ। এ সূত্রে গারীব। একাধিক সূত্রে এটি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। আবূ উছমান (রহঃ) হলেন নির্ভরযোগ্য শায়খ। তিনি হলেন জা’দ ইবন উছমান। তাকে ইবন দীনারও বলা হয়। তিনি হলেন বাসরা অধিবাসী (বাসরী)। ইউনুস ইবন উবায়দ ও শু’বা (রহঃ) এবং আরো অনেক হাদীসের ইমাম তাঁর থেকে রিওয়ায়ত করেছেন।
بَابُ مَا جَاءَ فِي يَا بُنَيَّ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، شَيْخٌ لَهُ عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ " يَا بُنَىَّ " . وَفِي الْبَابِ عَنِ الْمُغِيرَةِ وَعُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ عَنْ أَنَسٍ . وَأَبُو عُثْمَانَ هَذَا شَيْخٌ ثِقَةٌ وَهُوَ الْجَعْدُ بْنُ عُثْمَانَ وَيُقَالُ ابْنُ دِينَارٍ وَهُوَ بَصْرِيٌّ وَقَدْ رَوَى عَنْهُ يُونُسُ بْنُ عُبَيْدٍ وَغَيْرُ وَاحِدٍ مِنَ الأَئِمَّةِ .
Narrated Anas:
that the Prophet (ﷺ) said to him: "O my little son."