পরিচ্ছেদঃ আযাদকৃত সম্পদের ওয়ারিছ কে হবে?
২১১৭. কুতায়বা (রহঃ) ..... আমর ইবন শুয়াইব তার পিতা তার পিতামহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সম্পদের ওয়ারিছ হয় সেই হবে ওয়ালা স্বত্বের ওয়ারিশ। যঈফ, মিশকাত; তাহকীক ছানী ৩০৬৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২১১৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এ হাদীসটির সনদ শক্তিশালী নয়।
باب ما جاء فيمن يرث الولاء
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " يَرِثُ الْوَلاَءَ مَنْ يَرِثُ الْمَالَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِالْقَوِيِّ .
Amr bin Su'aib narrated from his father, from his grandfather, that the Messenger of Allah(S.A.W) said:
"The one who inherits the Wala is the one who inherits the wealth."