পরিচ্ছেদঃ উটের পেশাব পান করা।
১৮৫১। হাসান ইবনু মুহাম্মদ যা’ফারানী (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উরায়না গোত্রের কিছু লোক মদীনায় আসে, কিন্তু এর আবহাওয়া তাদের উপযোগী না হওয়ায় তিনি তাদেরকে সদকার উট যেখানে রক্ষিত ছিল সেখানে পাঠিয়ে দিলেন এবং বললেন, এর দুধ ও পেশাব পান করবে। সহীহ, ইবনু মাজাহ ২৫৭৮, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৪৫ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ, ছাবিতের বর্ণনা হিসাবে গারীব। হাদীসটি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিকভাবে বর্ণিত আছে। আবূ কিলাবা এটিকে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এবং সাঈদ ইবনু আবূ আরূবা (রহঃ) এটিকে কাতাদা-আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي شُرْبِ أَبْوَالِ الإِبِلِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَخْبَرَنَا حُمَيْدٌ، وَثَابِتٌ، وَقَتَادَةُ، عَنْ أَنَسٍ، أَنَّ نَاسًا، مِنْ عُرَيْنَةَ قَدِمُوا الْمَدِينَةَ فَاجْتَوَوْهَا فَبَعَثَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي إِبِلِ الصَّدَقَةِ وَقَالَ " اشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَنَسٍ رَوَاهُ أَبُو قِلاَبَةَ عَنْ أَنَسٍ وَرَوَاهُ سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ .
Narrated Anas:
"Some of people from 'Urainah arrived in Al-Madinah, and they were uncomfortable (with the climate). So the Messenger of Allah (ﷺ) sent them some camels from charity. He told them: "Drink from their milk and urine."
[Abu 'Eisa said:] This Hadith is Hasan Sahih Gharib as a narration of Thabit. This Hadith has been reported through other routes from Anas. Abu Qilabah reported it from Anas, and Sa'eed bin Abu 'Arubah reported it from Qatadah, from Anas.