পরিচ্ছেদঃ একজনের খাদ্য দু'জনের জন্য যথেষ্ট।
১৮২৭। আল-আনসারী (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই জনের খাদ্য তিন জনের জন্য যথেষ্ট, তিন জনের খাদ্য চার জনের জন্য যথেষ্ট। সহীহ, সহীহাহ ১৬৮৬, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮২০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে জাবির ও ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। জাবির রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, এক জনের খাদ্য দুই জনের জন্য যথেষ্ট। দুই জনের খাদ্য চার জনের যথেষ্ট, চার জনের খাদ্য আট জনের জন্য যথেষ্ট। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে উক্ত হাদীসটি বর্ণিত আছে।
সহীহ।
باب مَا جَاءَ فِي طَعَامِ الْوَاحِدِ يَكْفِي الاِثْنَيْنِ
حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " طَعَامُ الاِثْنَيْنِ كَافِي الثَّلاَثَةِ وَطَعَامُ الثَّلاَثَةِ كَافِي الأَرْبَعَةِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
وَرَوَى جَابِرٌ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الاِثْنَيْنِ وَطَعَامُ الاِثْنَيْنِ يَكْفِي الأَرْبَعَةَ وَطَعَامُ الأَرْبَعَةِ يَكْفِي الثَّمَانِيَةَ " . حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ سُفْيَانَ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا .
Narrated Abu Hurairah:
That the Messenger of Allah (ﷺ) said: "The food of two is sufficient for three, and the food of three is sufficient for four."
He said: There are narrations on this topic from Jabir, and Ibn 'Umar.
[Abu 'Eisa said:] This Hadith is Hasan Sahih.
It has been reported from Jabir bin 'Abdullah and Ibn 'Umar that the Prophet (ﷺ) said:
"The food of one is sufficient for two, and the food of two is sufficient for four, and the food of four is sufficient for eight."
Another chain from Jabir that the Prophet (ﷺ) said similarly.