ছালাতুর রাসূল (ছাঃ) ছালাত বিষয়ে জ্ঞাতব্য (معلوماة في الصلاة) ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
১০. ছালাত বিনষ্টের কারণ সমূহ ( مفسدات الصلاة)
১. ছালাতরত অবস্থায় ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া বা পান করা।
২. ছালাতের স্বার্থ ব্যতিরেকে অন্য কারণে ইচ্ছাকৃতভাবে কথা বলা।
৩. ইচ্ছাকৃতভাবে বাহুল্য কাজ বা ‘আমলে কাছীর’ করা। যা দেখলে ধারণা হয় যে, সে ছালাতের মধ্যে নয়।
৪. ইচ্ছাকৃত বা বিনা কারণে ছালাতের কোন রুকন বা শর্ত পরিত্যাগ করা।
৫. ছালাতের মধ্যে অধিক হাস্য করা।[127]
[127] . ফিক্বহুস সুন্নাহ ১/২০৫ পৃঃ।