ইসলামী জীবন-ধারা রাস্তার আদব আবদুল হামীদ ফাইযী
পথের মধ্যে অপর পথিকের সহযোগিতা করুন
পথের মধ্যে অপর পথিকের সহযোগিতা করুন। তার বোঝা বহনে সাহায্য করুন। আপনার গাড়িতে তাকে তুলে নিয়ে তার হাঁটার কষ্ট লাঘব করুন। এতেও আপনার সদকাহ তুল্য নেকী রয়েছে।
রাসুল (ﷺ) বলেন, ‘‘---কাউকে নিজের সওয়ারীতে চড়িয়ে নিলে সদকাহ করা হয়। অপরের ভারী জিনিস নিজের সওয়ারীতে চাপিয়ে বহন করে দিলে সদকাহ করা হয়।’’[1]
[1]. মুসনাদে আহমাদ আল-মাকতাবাতুশ-শামেলা. হা/ ২৭৪০০, বুখারী তাওহীদ পাবঃ হা/ ২৮৯১, মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/১০০৯