ইসলামী জীবন-ধারা আধুনিক জীবনের কিছু আদব আবদুল হামীদ ফাইযী
রেডিও-টিভি, ভিডিও
রেডিও শুনুন, কিন্তু গান-বাজনা শোনা থেকে অবশ্যই দূরে থাকুন।
টিভি দেখুন, কিন্তু গান-বাজনা শুনবেন না। অবৈধ কিছু দেখবেন না।
ভিডিও ক্যামেরা, ভিসিয়ার, ভিসিডি ইত্যাদি যন্ত্র খুব সাবধানে ব্যবহার করুন। এসব যন্ত্রকে দাওয়াতি কাজে ব্যবহার করুন। তবে সাবধান থাকবেন, যেন ‘কথা ভালো করতে গিয়ে কুষ্ঠব্যাধি’ না হয়ে বসে।
(টিভির অপকারিতা সম্বন্ধে জানতে ‘আদর্শ পরিবার ও পরিবেশ’ পড়ুন।)