কিছু কথোপকথন
বাংলা |
আরবী |
সুপ্রভাত |
সবাহাল খাইর/সবাহান নূর |
শুভ সন্ধ্যা |
মাসাআল খাইর/মাসাআন নূর |
কেমন আছেন? |
কাইফা হালুক/কাইফা সিহহা |
আলহামদুলিল্লাহ্, আমি ভাল |
কুয়াইস, আলহামদুলিল্লাহ |
আপনার নাম কি? |
ইশ, ইসমুক? |
আমার নাম মুহাম্মদ ...... |
ইসমি মুহাম্মাদ |
আমি বাংলাদেশী |
আনা মিন বাংলাদেশ |
আমি বাংলাদেশী তাঁবু খুঁজছি |
আবগা খিমা বাংলাদেশ? |
আপনার মুআল্লিম কে? |
মন মুতাওয়াফকা |
আমার মুআল্লিম যায়দ |
মুতাওয়াফী যাইদ |
মদীনায় আপনার পথপ্রদর্শক কে? |
মন দালীলুকা ফিল মদীনা |
আমি রাস্তা হারিয়ে ফেলেছি |
আনা ফাকাদতু তারীক |
আমি জেদ্দাস্থ বাংলাদেশ দূতাবাসের রাস্তা খোঁজ করছি |
আনা উরীদু সাফারা বংলাদেশ লাদা জেদ্দা |
আপনি কি চান? |
ইশ তাবগা? |
আমি বাংলাদেশ হজ্জ মিশন অফিসে যেতে চাই |
আবগা আন আবরাহা ইলা মাকতাব বি’সাতিল হাজ বাংলাদেশ |
মক্কা শরীফের বাসস্ট্যাণ্ড কোথায়? |
ফেন মাওকাফ আতবাস মাক্কা |
বাংলাদেশ হজ্জ মিশন বাবে আব্দুল আযীযের সামনে |
মাকতাব বি‘সাতিল হাজ বাংলাদেশ কুদদাম বাব আবদুল আযীয |
তোমার সাথে কে? |
মান মাআকা |
তিনি আমার বন্ধু |
হুয়া রাফিকি |
এই কুলী, এদিকে আসো! |
তাআল ইয়া হামমাল |
এই জিনিসগুলো উঠাও |
শেলু হাজিহিল আশয়া |
ড্রাইভার তুমি কি মক্কা যাবে? |
ইয়া সাওওয়াক হাল তারবাহ ইলামাককা |
কত ভাড়ায়? |
বিকাম? |
এই উটটির দাম কত? |
বিকাম হাজাল জামাল? |
কুরবানীর জায়গা কোথায়? |
ফেন মাযবাহ? |
আমাকে জামরার রাস্তা বলুন |
দুললানি তারীক জামরা |
মসজিদ খাইফ কোথায়? |
ফেন মাসজিদ খাইফ? |
হাজী সাহেব, আসুন! |
তাফাদদাল ইয়া হাজ্জি |
ধন্যবাদ, এক প্লেট ভাত দাও |
শুকরান, হাতি সাহম রুয |
কি তরকারী আছে? |
ইশ ফী ইদাম? |
গরুর মাংস এবং মাছ দাও |
হাতি লাহম বাকার ওয়া সামাক |
ঠান্ডা পানি দাও |
জিবু মুইয়া সাল্লাজা |
দুধ আছে ? |
হালীব ফী? |
দুধ নাই তবে কফি আছে |
মাফী হালেব লাকিন কাহওয়া ফী |
দাম কত হয়েছে? |
কাম আল হিসাব? |
সাড়ে পাঁচ রিয়াল |
খামস রিয়াল ওয়া নিসফ |
আল্লাহ তোমার ওপর রাজী থাকুন |
আল্লাহ আরদা আলাইকা |
আল্লাহ দীর্ঘজীবি করুন |
হাইয়াকুমুল্লাহ |
আমার সাথে আস |
তাআল মাঈ |
তার সাথে যাও |
রোহ মাআহ |
কেন দেরি করেছ? |
লেমা তাআখখারতা? |
আমার অনেক কাজ |
ইনদি শুগুল কাছীর |
সামনে চলুন |
কুদদাম কুদদাম |
পেছনে সরুন |
ওয়ারা ওয়ারা |
এই তরমুজটি কত |
বেকাম হাবহাব হাজা |
এর দাম দুই রিয়াল |
হাজা বেরিয়ালাইন |
এক কথাতো |
ওয়াহেদ কালাম |
দেড় রিয়াল শেষ কথা |
রিয়াল ওয়াহেদ ওয়ানিসফ আখের কালাম |
কেটে দেখিয়ে দেবে তো? |
আলাস সিককীন |
নিশ্চয় কেটে দেখিয়ে দেব |
ওয়াল্লাহে আলাস সিককীন |
এটা খারাপ তরমুজ |
হাজা হাবহাব বাত্তাল |
এটা ভাল মিঠা |
হাজা তাইয়েব হুলু |
কি চান হাজী সাহেব |
ইশ তাবগা হাজ্জি |
আমি ডাক্তার খানা চাই |
আবগা ইয়াদ তা ’বীর |
রাস্তার শেষ মাথায় |
হাজা ফি আখির তারিক |
ডাক্তার আছেন? |
তাবীব ফী? |
আছি, ভেতরে আসুন |
ফী তাফাদদাল |
হাজী সাহেব কী হয়েছে? |
মা বিকা হাজ্জি? |
ওহ্ মাথা ব্যাথা! |
উহ রা’সি |
পেটে ভীষণ ব্যাথা! |
আলাম শাদীদ ফী বাতনী |
গত রাতে কী খেয়েছিলেন? |
মাজা আকালতা বিল বারিহা |
রুটি ও মাংস খেয়েছিলাম |
তানাওয়ালতু খুবয ওয়া লাহাম |
আমার যখম হয়েছে |
আসাবতু বিল জুরহ |
আমার জ্বর হয়েছে |
আসাবতু বিল হেমা |
এ ওষুধ তোমাকে সুস্থ করবে |
হাজা দাওয়া ইয়াশফিক |
ওষুধ কোথায় পাব? |
ফেন আজিদ দাওয়া? |
ফার্মেসিতে |
ফেস সায়দালা |
কিভাবে সেবন করবো? |
কাইফা আসতা‘মিল |
১ বড়ি দৈনিক ৩ বার |
ওয়াহেদ কুরস ছালাছ মাররা |
১ টি করে ক্যাপসুল দিনে ২ বার |
ওয়াহেদ কাবসুল মাররাতান ফেল ইয়াওম |
ধন্যবাদ |
শুকরান |