আর-রাহীকুল মাখতূম মুতাহ যুদ্ধ (مَعْرِكَة مُؤْتَة) আল্লামা সফিউর রহমান মোবারকপুরী (রহঃ)
শত্রুদের উপর ইসলামী সৈন্যদলের আক্রমণ (الجَيْشُ الْإِسْلَامِيْ يَتَحَرَّكُ نَحْوَ الْعَدُوِّ):
মূল কথা, ইসলামী সৈন্যদল মায়ান নামক স্থানে দু’ রাত্রি অতিবাহিত করার পর শত্রুদের আক্রমণ করেন এবং ‘বালক্বা’ নামক জায়গায় একটি বস্তিতে, যার নাম ছিল ‘শারিফ’, হিরাক্কলের সৈন্যদের সম্মুখীন হন। এরপর শত্রু সৈন্য আরও নিকটবর্তী হলে মুসলিম সৈন্যগণ মুতাহ নামক স্থানের দিকে অগ্রসর হয়ে অবস্থান গ্রহণ করেন। অতঃপর সৈন্যদের শৃঙ্খলা বিন্যাস করা হয়। ডান বাহুতে কুতবাহ বিন কাতাদা উযরী (রাঃ)-কে এবং বাম বাহুতে উবাদাহ বিন মালিক আনসারী (রাঃ)-কে নিযুক্ত করা হয়।