কুরবানীর বিধান কুরবানির বিধিবিধানের বিস্তারিত আবদুল হামীদ ফাইযী
কুরবানীর মাহাত্ম্য সংক্রান্ত প্রচলিত কতিপয় অচল হাদীস
- কুরবানীর জানোয়ার কিয়ামতের দিন তার শিং ও পশম এবং খুরসহ অবশ্যই হাজির হবে---।[1]
- কুরবানী তোমাদের পিতা ইবরাহীমের সুন্নত। তার প্রত্যেকটি লোমের পরিবর্তে রয়েছে একটি করে নেকী।[2]
- কুরবানীর প্রথম বিন্দু রক্তের সাথে পূর্বেকার সমস্ত গোনাহ মাফ হয়ে যায়। পশুটিকে তার রক্ত ও মাংসসহ দাঁড়িপাল্লাতে ৭০ গুণ ভারী করে দেওয়া হবে।[3]
- ভালো মনে সওয়াবের উদ্দেশ্যে কুরবানী করলে তা জাহান্নাম থেকে পর্দার মত হবে[4]
- তোমরা তোমাদের কুরবানীকে মোটা-তাজা কর। কারণ তা তোমাদের পুলসিরাত পারের সওয়ারী।[5]
[1] (যয়ীফ, যয়ীফ তারগীব ৬৭১নং)
[2] (হাদীসটি জাল, যয়ীফ তারগীব ৬৭২নং)
[3] (হাদীসটি জাল, যয়ীফ তারগীব ৬৭৪-৬৭৫নং)
[4] (হাদীসটি জাল, যয়ীফ তারগীব ৬৭৭নং)
[5] (অতি দুর্বল, সিলসিলাহ যয়ীফাহ ১২৫৫নং)
[2] (হাদীসটি জাল, যয়ীফ তারগীব ৬৭২নং)
[3] (হাদীসটি জাল, যয়ীফ তারগীব ৬৭৪-৬৭৫নং)
[4] (হাদীসটি জাল, যয়ীফ তারগীব ৬৭৭নং)
[5] (অতি দুর্বল, সিলসিলাহ যয়ীফাহ ১২৫৫নং)