হাদীসের নামে জালিয়াতি  (ক) মহান স্রষ্টা বিষয়ক জাল হাদীস [স্রষ্টা, সৃষ্টি ও পূর্ববর্তী নবীগণ ] ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
    
           ৬. আমি গুপ্তভান্ডার ছিলাম          
          
                         
           
   
          
 
          
      
      
   
      প্রচলিত একটি বানোয়াট কথা যা হাদীস নামে পরিচিত:
كُنْتُ كَنْزًا لاً يُعْرَفُ فَأَحْبَبْتُ أَنْ أُعْرَفَ فَخَلَقْتُ الْخَلْقَ لأُعْرَفَ
‘‘আমি অজ্ঞাত গুপ্তভান্ডার ছিলাম। আমি পরিচিত হতে পছন্দ করলাম। তখন আমি সৃষ্টিজগত সৃষ্টি করলাম; যেন আমি পরিচিত হই।’’
ইতোপূর্বে বলেছি যে, প্রচলিত জাল হাদীসগুলো দু প্রকারের। এক প্রকারের জাল হাদীসের সনদ আছে এবং কোনো গ্রন্থে সনদসহ তা সংকলিত। সনদ নিরীক্ষার মাধ্যমে মুহাদ্দিসিগণ সেগুলোর জালিয়াতি ধরতে পেরেছেন। দ্বিতীয় প্রকারের জাল হাদীস যেগুলো কোনো গ্রন্থেই সনদসহ সংকলিত হয় নি। অথচ লোকমুখে প্রচলিত হয়ে গিয়েছে এবং লোকমুখের প্রচলনের ভিত্তিতে কোনো কোনো আলিম তার গ্রন্থে সনদ ছাড়া তা উল্লেখ করেছেন। এ প্রকারের সম্পূর্ণ অস্তিত্ববিহীন ও সনদবিহীন বানোয়াট একটি কথা এ বাক্যটি।[1]
 [1] ইবনু তাইমিয়া, আহাদীসুল কুস্সাস, পৃ. ৫৫; ইবনু আর্রাক, তানযীহ ১/১৪৮, মোল্লা কারী, আল-আসরার, পৃ ১৭৯।